~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে
শীতল বাতাস বয়
এমনি দিনে নীরব ঘরে
মন নাহি স্থির রয়।

রাস্তাঘাটে লোকজন নাই রে
আছে শুধু জল
শুধু চা আর মুড়ি খেয়ে
দেহে কি হয় বল?

সারা বেলা একেলা রই
ভাসতে দেখি মেঘ
বৃষ্টির জলে বাহির ভিজে
ভিজে অন্তরাবেগ।

দূর সুদূরে মোর প্রিয়জন
বৃষ্টির জল ধরে
সেই জল ছুঁয়ে ভাবছি একা
ছুঁয়েছি আজ ওরে।

রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে
মন মোর উচাটন
কান পেতে রই ঐ আসলো কি
অামার প্রিয়জন।

২৩ অক্টোবর ২০২০
ঢাকা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~