আমার ভিতর ও বাহির
এক নয়, নয় গো সমান
বুঝাই কারে কষ্টের কথা
কতোটা ভিতরে বহমান।
হাসতে তো চাই প্রাণ ভরে
ভিতরটা যেতে চাই ভুলে
বাহিরেরই আলোকে বসি
দিতে চাই ভিতরটা খুলে।
কষ্টের পাহাড়ে বসি, হেসে
ঝরণার সাথে করি খেলা
কী লাভ সবটুকু মনে রেখে
অতীতের যতসব অবহেলা।
ভিতরে অনল জ্বেলেজ্বেলে
বাহিরের ধরা হেরি শূচিতায়
ভিতরবাহির যবে একাকার
নিজেকে পোড়াই পুণ্যতায়।
ভিতর জ্বলে দাউদাউ করে
লাভাগুলো বাহিরে বহ্নিমান
কখনো পারি না সইতে একা
তাই তো লিখি কবিতা গান।
১৯ জানুয়ারি ২০২১
ঢাকা।
××××××××××××××××××××××××××××××××××××