~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজি হতে চৌদ্দ শত বছর আগে
ফুটেছিল ফুল দূর মরুর গুলবাগে
সেই ফুলের ঘ্রাণে হাসে আজ পৃথিবী
'কামলিওয়ালা' তিনি মোদের প্রিয় নবী।
নূরের জ্যোতি ছড়িয়ে গেলো এ বিশ্বময়
আঁধার নিশীথ শেষে ধরা জ্যোর্তিময়
'রাহমাতুল্লিল আলামিন' আনলেন সুখ-শান্তি
কেটে গেলো যত সব ছিল ভুল-ভ্রান্তি।
মানবতার মুক্তির গানে স্লোগান উঠে
মরুশিখা জ্বলে আঁধার সব যায় টুটে
'সিরাজাম মুনির' মায়ার বন্ধনে বাঁধে
মানুষের সম্মান তুলে নিলেন নিজ কাঁধে।
ভেদাভেদ সব চিরতরে করলেন চুরমার
পাপ পঙ্কিল মন আপন করলো সুখ বেশুমার
শান্তির পয়গাম বাজিল দেশ-দেশান্তরে
ভালোবাসায় অমর হলেন এই অন্তরে।
বিদ্বেষ ভুলে শান্তির বার্তা ছড়ান রাসূল
ক্ষমা করেন দুশমন যত তাদের সব ভুল
'আল আমিন' তিনি দুনিয়ার সেরা মানুষ
এক আল্লাহর বাণী শুনান মহাপুরুষ।
ইসলাম বিজয় করে, সব ধর্মের দেন মুক্তি
মানবপ্রেমের জন্য শুধান অনুপম চুক্তি
'খাতামুন নাবিয়্যিন' দেখালেন সরল পথ-
যে পথের প্রান্তে প্রভূ রেখেছেন জান্নাত।
কোটি মুসলিম ধরার বুকে তাঁহার উম্মত
হৃদয় তাদের পূর্ণ, নবী-প্রেমের হিম্মত
'সায়্যেদুল মুরসালিন' বাঁধলেন অসীম মায়ায়
তাঁর প্রেমে কত উম্মত হেসে প্রাণ বিলায়।
দিকে দিকে না বুঝে যারা নবীর শান
আঘাতে জীর্ণ করে মুসলমানের প্রাণ
দোয়া করো দু'হাত তুলে দরবারে তাঁর-
কবুল হোক সব দুশমন যেমন হয়েছেন উমর।
২৫ অক্টোবর ২০১৯
ঢাকা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~