=========================
চারদিকে বাহিনী আর বাহিনী
এসব কিসের কাহিনী!
তরুণ বয়সে শুনেছিলাম --
অতীতে ছিল এক বাহিনী,
আর এখন হচ্ছেটা কি!
সমান্তরালে বাহিনীর কাহিনী।
এখন বাহিনীতে বাহিনীতে হয়--
খুন, মারামারি আর হাতাহাতি;
বড্ড ভয়ে আছে আমজনতা
বাহিনী বেড়েছে ঢের রাতারাতি।
তবে সুখবরও আছে অন্তরালে
চুরি, ডাকাতি কমেছে বেশ
এসব আর কিচ্ছু নয়
কেবল বাহিনীবাহিনীর রেশ।
জনপদের ভাগবাটোয়ারা শেষ
দখল বেদখল বাহিনীর হাতে,
মুখ বুঝে সয়ে যায় সব পাব্লিক
তটস্থ থাকে সারাক্ষণ - দিনরাতে।
সবার অলক্ষ্যে সমাজটা হারাল
সহস্র বছরের সদ্ভাব - অনুরাগ
নানা বাহিনীর উদ্ভব। নীরবে সবে,
হজম করে বুকে চাপা রাগবিরাগ।
অবস্থা বেগতিক হওয়ার আগে,
বাড়াও ক্ষমতা রুহানি
চারদিকে বাহিনী আর বাহিনী
এসব কিসের কাহিনী!
২৭ অক্টোবর ২০২০
ঢাকা।
==========================