~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পথের পাশে লোকের সমাগম
থেকে থেকে আজো ডাকে।

লোকের ভীড় দেখলেই মনে হয়
মিছিল সমাবেশ
অধিকার আদায়ের জটলা।

আমার কি দোষ, শৈশব কৈশোরে
ঐসব দেখতে দেখতেই
বড় হয়েছি। বেঁধেছি কত পোটলা!

আজকাল মনে হয়, দাবি দাওয়া
তেমন একটা নাই
নগরে বন্দরে সবার মুখে তালা।

সবাই যদি ভালো থাকে মন্দ কি!
খালি খালি এসব বলে
বাড়াই কেন অযথা অন্তর্জ্বালা?

রাত বিরাতে একেলা একা হাঁটি
রাজপথে, ফুটপাথে
পকেটমার তস্করের নেই ভয়।

সব কবির ঝোলা ভরা কবিতা
সব প্রেম পিরিতির;
অধিকারের জন্য একটিও নয়।

এসব কবিতায় চা বিড়ি জুটে না
পকেটমারও তাই ফেলে রাখে।

পথের পাশে লোকের সমাগম
থেকে থেকে আজো ডাকে।

১৩ নভেম্বর ২০২০
ঢাকা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~