জীবনের বেমানান প্রতিযোগিতায়
সময় পেলেই হৃদয় ভেজাই
একটু অবসর পেলেই বদলে ফেলি ঋতু
মধ্য দুপুর অথবা ভ্রান্ত বিকেলে
জায়নামাজের একান্ত আঁচলে
ইচ্ছে করেই ঘোর বরষায় ডালপালা করি উজাড়।
এখানে বসন্ত হয় না চিরস্থায়ী
এখানে বহুতল পুড়ে যায় নিমিষেই
এখানে পৌঁছেনা ক্ষুধার কান্না সব দরজায়
ঠিক এখানেই চারদেয়ালে
সুযোগ পেলেই হৃদয় ভেজাই।
ভেজা হৃদয়ে প্রশান্তি খুঁজি
আর অপেক্ষা করি ঘন সবুজের।
ভেজা হৃদয়
২৯ শে মার্চ,২০২৪