হৃদয়ের অনতিদূরে জেগে থাকা
কেনানের ঐ প্রশস্ত প্রাণ-প্রান্তর।
লোহুর ধারায় গড়া সোনালী সম্ভার
আমার এক টুকরো প্রজন্মভূমি।

গৌরবের পরিচয় পর্ব যেখানে শুরু,
তারপর কত শতাব্দি মোর
নিঃশব্দে কেটে গেছে কালের হাত ধরে।
যে হাতে রক্তের দাগ লেগে
গড়া হয়েছে গোধূলির ইতিহাস মঞ্চ।
পরতে পরতে লেগে আছে যার
শুধুই বঞ্চনার কাব্যকথা।

আবাবিল এসে যদি ফের
তোমার আকাশে ঢাল হয় অতীতের মত
বজ্র ঝড়ে প্রকম্পিত করে যদি,
নিঃশেষ হয় এই রুদ্ধশ্বাস লড়াই,
তবে একটি সেজদা হবে প্রশান্তি ভরে
আমার প্রথম কেবলার বুকে।
আর একবার আমি ধন্য হবো তোমার স্পর্শে
হে আমার প্রথম প্রজন্মভূমি।