বুলবুলি এলো হেথা এক রজনীতে
হেরার ধুলোর পথে অসীম প্রশান্তির।
তোমার স্মরণে নবী পরশে পাই
শূন্য আকাশে শান্ত সুখ পাখির।
যেন তুমি দীর্ঘ আঁধারের পর
সুবহে সাদিকের সোনালি আবীর।