দেখো উড়ে চলেছে মিস্ত্রি জুলহাস!
পেছনে ফেলে আজ অজস্র উপহাস,
পাকস্থলীতে নিয়ে পান্তা ভাতের নির্যাস।
পেছনে চলে কেবল যে দেশের ইতিহাস,
তাহারেই তুলে আনে এমন জিনিয়াস।
হীন চোখে দেখনি তুমি প্রবল আত্মবিশ্বাস
আকাশে ছড়ানো এক গর্বিত নিঃশ্বাস।
জানি তুমি এমনি, কী তোমার বিশ্বাস!
তুমিও বাঙালি কোথায় তোমার বসবাস
আমরা গর্বিত, পেয়ে এমন জুলহাস।