কেন আমরা একটু করে বড় হই মা?
শৈশবে আঙুল ব্যথায়
দৌড়ে তোমার আদর নেবার
সময় তো ফেরে না!
বাড়লে বয়স বুকের ব্যথায়
স্পর্শ তোমার একটু পাওয়ার
সুযোগ মেলেনা।
বজ্রঝড়ে জীবন যখন
ওলট পালট বেজায় ভীষণ
তখন তোমার আঁচল তলে
উঁকি দেই না।
আমরা বড় হলেও কি মা
খোকা ডেকে বিকেল বেলায়
সূর্য ডোবে না!
জীবন এখন পরবাসে
দূরের পথে ক্লান্তি আসে
যখন তখন তাই তো মাগো
ফিরতে পারি না!