শুনেছি হারিয়ে যাচ্ছে শহরের কাকেরা,
বড় বেশি দূষিত হয়েছে নগর।
কাকশূন্য এই অচেনা শহরে এবার
হারিয়ে যাবে চিরচেনা দুপুর,
ছন্দহীন বেসুরের অবসর।
ব্যস্ততার আয়োজনে আর থাকবেনা
কৃষ্ণকায় কবিদের অহরহ কবিতা।
কে জানে! শহর থেকে বুঝি এবার
প্রেমও বিদায় নেবে!
একটিও কালো গোলাপ আর
সুগন্ধি ছড়াবেনা।
উচ্ছিষ্ট জমতে জমতে তোমার জানলার
কার্নিশ অবধি পৌঁছে যাবে।
চিরাচরিত ভোরে নেমে আসবে কাকহীন নিরবতা।
এতদিন যারে অবহেলা করেছো,
না পেয়ে তারে দৃষ্টি তোমার ফিরে আসবে।
শূন্যতার কোলাহলে।

০৫/০৩/২০২৪
রংপুর।