এই যে মাটি -
মিলেছে গোধূলির দিগন্ত রেখায়,
এখানেই জমে কুয়াশায় ঢাকা নিস্তব্ধতা।
আঁকাবাঁকা ঢেউ খেলা আবাদি জমি,
কৃষকের কারুকার্যে নবরুপা ভূমি।
শৈশব আর ঘরে তোলা ফসলের নবান্ন উৎসব।
শিশির কণায় ডুবু ডুবু সূর্যে ভেসে ওঠা
জীবনের প্রতিচ্ছবি।

~ ২৮ অগ্রহায়ণ, ১৪৩১