বহতা জীবনের নিঃশব্দ ধারা বহে
কখনো তার চিরায়ত গতিপথে
নেমে আসে সৃষ্টিশীল প্রলয়ঙ্কর।
সুদীর্ঘ নদ ব্রহ্মপুত্র যেমন
ডাউকি ফল্টের ক্ষতচিহ্ন বুকে নিয়ে
সৃষ্টি করে প্রশস্ত যমুনার স্রোত,
অববাহিকা আর বিস্তীর্ণ চরাচর।
কত শত শাখা তার কত উপনদী
ফেলে আসা স্মৃতি আর জল নিরবধি।
বুকে বেঁধে অসীম জলসীমা তার
মিশে গিয়ে মোহনায় সব একাকার।
ভেসে আসা মান অভিমান গুলো
দুঃস্বপ্নের বেরঙিন ঢেউ গুলো
কালের স্মৃতি জড়ানো শ্যাওলা,
আর কিছু নিস্তব্ধ কালো রাত।
সাগরের নোনা জলে ভাসিয়ে দেবার
অপেক্ষা তার ফুরিয়ে যায় অবশেষ।