জীবন হয়তো ঠায় দাড়িয়ে থাকা,
সুমিষ্ট এক পরিণত খেজুর গাছ।
দেখো তার অমৃত পেতে রোজ কতজন
বাকল তুলছে সকাল কিংবা সাঁঝ।

খিলের আঘাতে বিক্ষত হয় কত
তবুও রসের যোগানে নেই টান।
দিয়েছে কেবল, নেয়নি কখনো কিছুই,
শেকড় জানে তার লুকনো সব অভিমান।

১৪ পৌষ, ১৪৩১//