দুঃস্বপ্নের কোন ব্যাকরণ নাই
দুঃস্বপ্ন তেমন সুখপাঠ্যও নয়
চিন্তার অন্তরালেও দুঃস্বপ্ন জেগে রয়।
গভীর রাতের স্বপ্ন ছাড়াও
গতিশীল জীবন দুঃস্বপ্ন হয়।
দুঃস্বপ্ন রহিত হয়নি কোন আইনে
প্রাচীন চুক্তিতেও তাকে ধরা যায়নি।
তবুও জীবন অজস্র স্বপ্ন বুনে
দুঃস্বপ্নের প্রহর গুনে গুনে
ভাসায় ভেলা সুদিনের পানে।

দুঃস্বপ্ন//