ভারসাম্য ছিলো-
পরাধীনতা আর তুমি হীনতায়।
আয়নাঘরে থাকতেই বুক পকেটে রেখেছিলাম
আরেক ছোট্ট আয়না।
ভেবে নিয়েছিলাম অসীম হবে সেই দুঃসহ যাত্রা।
হঠাৎ, স্বাধীনতা পেয়ে গেলাম!
অথচ তুমি হীনতা প্রবল ভারি হয়ে এলো
এই স্বাধীন আকাশে
শরতের মেঘ মেঘ হয়ে।