কর্ম এবং স্বাধীনতার
প্রাপ্তি অথবা আকাঙ্খায়।
বেঁচে থাকি নতুন সুরে,
গল্প এবং কবিতায়।
আমার বাঁচা ধর্ম-কর্মে,
চিন্তা এবং স্বাধীনতায়।
রংতুলিতে বাঁচার স্বপ্ন,
নিত্যনতুন ভয়-ভাবনায়।
ধাতব পয়সার মূদ্রাগুলো
স্বপ্ন কেনা বাস্তবতায়।
বৃষ্টি হলে অধিক বাঁচি
অশ্রু লুকোর পায়তারায়।
শুভ্র ফুলের গন্ধে বাঁচি
সন্ধ্যেবেলার সাত তারায়
বুলেট ফুড়ে মগজ গলে
খবর দেখি কালবেলায়।
আনতে হবে নতুন সূর্য
অন্য কারোর অপেক্ষায়।
নতুন করে বাঁচতে হবে,
বিদ্রোহ আর ভালোবাসায়।