প্রমত্তা নদীর শক্তি ঠেকিয়ে
বিস্তৃত অঞ্চল জুড়ে করা হয় নদী-শাসন।
আমিও দীর্ঘ অশ্রু বর্ষণ ঠেকিয়ে দিলাম
আত্মশাসন প্রতিষ্ঠার বেশ কিছু বছরে।
আছড়ে পড়তে গিয়েও
ধরা দেইনি অসময়ের স্নায়ুস্রোতে।
বিপদসীমা পেরিয়েও দাঁড়িয়ে গেছি
দণ্ডায়মান উপকূলীয় লাল পতাকার
সংকেতবাহী ঐ খুটির মত।
সার্বভৌমত্ব হারিয়ে যখন বিপন্ন ভীষণ,
মানচিত্রের ব্যথাতুর সময়ে
আমরা এক হয়েছি তখন
অভিন্ন পরাধীনতার শিকলে।


৩০ জ্যৈষ্ঠ, ১৪৩১