এক শতাব্দী বেশ কেটে গেছে
দক্ষিণ জানলাটা শুধু খোলা রেখেই
ফুল কুড়ানোর আনন্দে কুয়াশায়
তখন সবে কৈশোর হলো সাধন।

আরেক শতাব্দীতে বিপ্লব এসেছিলো
স্লোগান মুখর সন্ধ্যা তারার আলোয়
রাজপথ জুড়ে রক্ত পলাশ ছিলো
ছিন্ন করে সকল বাঁধের বাঁধন।

দুটি হাতজোড়া কদম রাখা ছিল
একটু বৃষ্টির অন্তীম অপেক্ষায়
এই ঋতুতে বসন্ত আসেনিকো
অথৈ জলের সুনীল মোহনায়।

আসছে শতক আবার রঙিন হবে
কিংবা শুধু প্রতীক্ষাটাই অধীর
কাটবে জীবন কাটছে যেমন-তেমন
অপেক্ষাটা পরের শতাব্দীর।

আসছে শতাব্দী//
০১-১০-২০২৪ ইং