বেঁধেছি জীবন বঞ্চনার পথে পথে
পেয়েছি অধিকারহীন সময়ের উপকথা।
অনুর্বরতা এখানে সভ্যতার মানদণ্ড;
অপচেষ্টাই এখানে চেষ্টা।
তবুও শিকলের বাঁধা ভেদ করে
কখনো অসময়ে দু একটি ফুল ফোটে
ধ্বংসস্তুপেও গড়ে ওঠে  বাস্তুসংস্থান
বিপ্লবে সামিল হয় নিরবতার অস্ত্র
এগোয় জীবন।