মনে রেখো-
যেই মন রাজনীতিক,
তারও একটা মস্ত খোলা আকাশ আছে।
খোলনলচে পালটে যেই লোকটা
রাজপথে স্লোগান ধরে,
তারও অতীত থাকতে পারে গোলাপ রাঙা।
বিকেল হলে গাঙচিলের ফেরা দেখে
মনে পড়ে ফেলে আসা নদীপথ।
দ্রোহের রচনা আড়াল করে যেই কাব্য রচিত
একদিন অবসর ছিল তার গোধূলি ছন্দে।
যুদ্ধে যাবার মন্ত্রণা রচিত হয়
কোন এক বেহাত সাঙ্গ লোকে।
আমরা ডুবে থাকি হিলিয়াম কণা তলে
নতুন কোন স্বচ্ছ বায়ুমন্ডলের খোঁজে।
আমি তুমি এখানে বাস্তুহারা
স্বাধীনতার অন্তর্বর্তীকালীন সময়ে।

[ অন্তর্বর্তীকালীন ]
স্বাধীন আগস্ট- ২৪/২৪
৯ ভাদ্র, ১৪৩১।