সরস্বতী মাগো দেখো দুচোখ মেলে
উড়ে বেড়াই কেমন দুইবেলা সাইকেলে।
তুমি অবাক হয়ে যেতেই পারো দেখে
কত স্কুলে পুজো বন্ধ এবার থেকে।
চরছে গরু ছাগল পড়তাম যে স্কুলে
বন্ধ হয়ে গেছে আছে তালা ঝুলে।
সরকারী ইস্কুল যাচ্ছে হয়ে বন্ধ
দেখ সবই চোখে ভাবটা দেখাও অন্ধ?
এসব করার সাহস ওরা কোথায় পায়
নিশ্চই মা আছে তোমার এতে সায়
পড়ত গরিব মানুষ সরকারি স্কুলে
চাও না পড়ুক তারা বলোই তা মা খুলে।
প্রাইভেট স্কুল এখন অনেক আছে
গরিব মানুষ যাবে কি করে তার কাছে
সেইসব স্কুলের ফীস তো অনেক টাকা
পড়বে কেমন করে পকেট যাদের ফাকা।
চাও না গরিব মানুষ শিখুক লেখাপড়া
চাও না বুঝি তারা চড়ুক গাড়িঘোড়া।
গূঢ় এক চক্রান্ত চলছে তলে তলে
বলো মা সরস্বতী তুমিও সেই দলে?