সবাই দেখে আমার মুখের হাসি
তার পিছনে কি লুকিয়ে থাকে
কেউ জানে না স্বপ্ন গেছে চুরি
জানি পাব না আর কভু তাকে।
হাসির মোড়ক হয় না উন্মোচিত
তুষের আগুন ধিকি ধিকি জ্বলে
না বয়ে কি থাকতে পারে নদী
কুলু কুলু সে তো বয়েই চলে।
তৃষ্ণাতে বুক যায় তো যেন ফেটে
যায় না করা সেই কথা পাঁচ কান
বুকের ভিতর ধূ ধূ মরুভূমি
মিলবে না আর কোথাও মরুদ্যান।
কেউ দেখে না বুকে কিসের ব্যথা
মুখের হাসি দেখতে সবাই পায়
বুকের উপর পাথর চাপা দিয়ে
বল কতদিন আর হাসা যায়।