স্কুল ব্যাগে পিঠ বেঁকে যায়
যায় না হওয়া সোজা
এখন থেকেই শিখছি নাকি
বয় কি করে বোঝা?
জ্ঞানের বোঝা মাথায় নিয়ে
চলতে মোরা চাই
বইয়ের বোঝা ভীষণ ভারি
রেহাই কি তার নাই।
বইছি বোঝা চাপিয়ে দেওয়া
কি আছে নেই জানা
ভাবনা, কভু শেষ হবে কি
এসব বোঝা টানা।
বই ভরা ব্যাগ পিঠে নিয়ে
হচ্ছে চলা দায়
বড়রা বুঝেও বোঝে না, নাকি
বুঝতে নাহি চায়।
জ্ঞানের বোঝা না চাপিয়ে
চাপাও বইয়ের বোঝা
বড় মুশকিল হয়েছে যে তাই
দাড়ানো হয়ে সোজা।
বই ভরা ব্যাগ দাও চাপিয়ে
চলি কোন ক্রমে
পড়াশুনায় মন বসে না
ক্লান্ত বড় শ্রমে।