গড়গড়িয়ে দিন চলে যায়
সূয্যি মামা হাসে
ঝুপ করে সে ডুবটি দিলে
সন্ধ্যে নেমে আসে।
রাত বাড়ে আর রাতের আঁধার
ক্রমেই বেড়ে উঠে
রাতের শেষে পূব আকাশে
ভোরের আলো ফোটে।
রাত থাকে না দিন থাকে না
পাকাপাকি কেউ
এই জীবনে চলতে থাকে
সুখ দুঃখের ঢেউ।
দিনের বেলায় কত আলো
আঁধার রাতের বেলা
জীবন হল হাসি কান্নার
একটা মজার খেলা।