করোনারই সঙ্গে এখন হবে সবার বাঁচতে
নাচাবে সে যেমনটি ঠিক তেমনই হবে নাচতে।
করোনার চুল বাঁকা করার ক্ষমতা কারো নাই
মিত্রতা তার সাথে করা উচিত হবে তাই।
বুঝতে দিও না যে তাকে পছন্দ নয় মোটে
মুখে ঝাঁটা মেরো সেদিন যেদিন টীকা জোটে।
এখন থেকে বাইরে গেলেই মাস্ক পরবে মুখে
নাকও যদি রাখ ঢেকে থাকবে তবে সুখে।
রাখবে মনে হাত দেব না মুখে চোখে আর
বন্ধ হবে প্রবেশ করার সুযোগ করোনার?
সাবান দিয়ে মাঝে মাঝেই হাতটা ধুইয়ো ভাই
চলার পথে স্যানিটাইজার সঙ্গে রাখা চাই।
দূরত্বেরও গুরুত্বটা হবে মাথায় রাখতে
ছয় ফুট দূরত্ব বজায় হবে দুজন থাকতে।
এসব মেনে চললে করোনা পাবে ঠিক ভয়
তাই করোনা থাকলে সাথে ভয় এখন আর নয়।
ফন্দী করে বাঁচতে হবে নয় তো কোন সন্ধি
ভয় পাব না আর অহেতুক থাকব না আর বন্দী।