গরমেতে ঘরে ঢোকা যাচ্ছে না ভাই
ঘর ছেড়ে বনে যাব সে উপায় নাই।
জলে গিয়ে দেব ডুব জল কোনখানে
জানা নাই জানা নাই সেকথা কে জানে।
পরিবেশে থেকে তার করেছি হনন
যারে ভেবেছিনু সুখ দেখি সে মরণ।
হাওয়া রেগে থেমে আছে গাছপালা নাই
বাঁচার নিদান পেতে কার কাছে যাই।
মৃত্যুকে চেয়ে নিজে খুঁড়েছি কবর
হঠাৎ বাতাস এসে দিল সে খবর।