যখন তাকাই দু চোখ তুলে
সব কিছু যাই তখন ভুলে
মুগ্ধ হয়ে দেখতে শুধু থাকি
চোখ ফেরানো যায় না মোটে
মনে খুশির জোয়ার উঠে
সাগর মনে হয় দুটো তার আখি।
ডুব দিয়ে ঐ সাগরেতে
ইচ্ছে করে হারিয়ে যেতে
সাঁতার কাটার ইচ্ছে বড় করে
শরীর যদি হাঁপিয়ে উঠে
ঠোঁটটা দিও রাখতে ঠোঁটে
ফিরে যাওয়ার ইচ্ছে নেই আর ঘরে।
দেখে কোমল,স্নিগ্ধ আনন
নিমেষে ভরে খুশিতে মন
ঠোঁট নয়তো দুটো গোলাপ দল
ইচ্ছে করে শুধাই তারে
কোন কারিগর গড়ল তোরে
ফুটেছে যেন সরোবরে সদ্য শতদল।
ভগবান ছাড়া কেউ আর
একে পাওয়ার নেই অধিকার
দর্শনেতেই জীবন মানি ধন্য
থাকুক ফুটে বৃন্তে ফুল
ছিড়লে হবে মস্ত ভুল
সব কিছু নয় জীবনে সবার জন্য।
মাতিয়ে তোলে তার সুরভি
ফ্রেম গড়িয়ে রাখব ছবি
মনেতে নেই ইচ্ছে কোন আর
চাইনে মলিন করতে তারে
সুরভিতে উঠুক ভরে
মন শুধু চায় দেখার অধিকার।