হয় কেন মা জোয়ার ভাটা বল আমায় আজকে
ভূগোল স্যার এই প্রশ্নটা কাল করেছিল রাজ'কে।
সূর্য চন্দ্র আর পৃথিবী মধ্যে আকর্ষণ
আছে বিদ্যমান চিরকাল থাকবে অনুক্ষণ।
সবাই যে যার কক্ষপথে যখন বেড়ায় ঘুরে
কাছে আসে নিয়মিত আবার তা যায় দূরে।
কাছে এলে বেড়ে উঠে এই আকর্ষণ বল
ফুলে ফেঁপে উঠে তখন সাগর নদীর জল।
একেই লোকে জোয়ার বলে দেখতে সবাই পাই
এইবার স্যার প্রশ্ন করলে জবাব দেওয়া চাই।
ভাটার কথা বললে না মা সেটাও বলে দাও
থামব আধেক জবাব দিয়ে তুমি কি তা চাও।
সূর্য পৃথিবীর দূরত্ব যখন বেড়ে যায়
আকর্ষণ বল কমে জলের তলও নেমে যায়।
নদীর বুকে জল কমে যায় তাকেই ভাটা বলে
নিত্যদিনই নদীর বুকে জোয়ার ভাটা চলে।