জামাই এসেছে ও খুকুর মা
চাপিয়ে দাও রান্না
পাক ক'রো না এমন কিছু
জামাইবাবা খান না।
দৌড়ে বাজার করে আসি
জামাইকে দাও তেল
করো শরবত, দেখ ঘরে
আছে পাকা বেল।
আনব ইলিশ খাসির মাংস
রস-গোল্লা ও সন্দেশ
খুকুর মা আজ রান্না তোমার
হয় যেন জম্পেশ।
জামাই যেন খুব খুশি হয়
তোমার রান্না খেয়ে
জামাই খুশি হলে তবেই
থাকবে খুশি মেয়ে।
অনেক ভাগ্য করে মেয়ে
পেল এমন বর
জানবে জামাই এখন আপন
মেয়ে তোমার পর।
ও খুকুর মা কথা নয় আর
আগে বাজারে যাই
মাছ মাংস ভালো মিষ্টি
আজ যে আনা চাই।