খুক্ খুক্ করে কাশছে কে ঘরে
বাইরে আসতে বলো
বাতাসে এখন বারুদের ঘ্রাণ
ঘুরে আসি যাই চলো।
স্যাঁতসেঁতে ঘর খাটের উপর
সারাদিন শুয়ে শুয়ে
বুঝতে পারনি মেরুদণ্ডটা
কখন গিয়েছে নুয়ে।
ঝগড়াঝাঁটি, কান্নাকাটি
খুনোখুনি, লুঠপাট
ট্রান্সফার্মারে লেগেছে আগুন
লোড্শেডিং বিভ্রাট।
ভর সন্ধ্যেতে তবু এই ভাবে
শুয়ে থাকা ঠিক নয়
যদিও বা ক্ষয় রোগেতে ধরেছে
মেনো না সে পরাজয়।
জিইয়ে রাখ হাসি মুখেতে হামেশা
ছুড়ে ফেল যন্ত্রণা
লড়তে লড়তে সামনে এগোও
কভু হার মেনো না।