ঐ দেখ মা মাঠের মাঝে চাষী ভায়া সব
চালায় হাল 'ডাইনে বাঁয়ে' হাঁকে নানা রব।
ঝম ঝমিয়ে বৃষ্টি পড়ে চাষীদের হাল চলে
ওদের কি জ্বর হয় না ভিজে বৃষ্টির জলে?
কষ্টে করে ফসল ফলায় সুখে থাকি তাই
জ্বললে ফসল খরায় ওদের দুখের শেষ নাই।
শামুকেতে পা কেটে যায় হাল তবু না থামে
রক্ত ঝরে তা না দেখে বলে ডাইনে বামে।
সবার মুখে অন্ন ওরা যোগাচ্ছে এই ভাবে
ভাবে না ওরা বিনিময়ে কি দাম তার পাবে।
মোটা ভাত মোটা কাপড় পেলেই সুখী হয়
অন্ন বিনা জোয়ানেরা যুদ্ধে কি জয় হয়?
সকল জয়ের জন্য যোগায় ইন্ধন চাষী ভাই
কৃতজ্ঞতা জানাও ওদের হৃদয়ে দাও ঠাঁই।