ভেবে বলছো তো?
আজ যে জন্য
দুনিয়ার আড়ালে গোলাপ সাজিয়ে রাখছ;
হয়তো কাল সেখানেই সাদা ফুলের আবরণে ভরে যাবে,
খাঁ খাঁ করবে চারিদিক।
আজকে শ্বেতশুভ্র পদ্ম যার কোলে গুছিয়ে রাখছো,
কাল সেই কোলকেই পোর্সেলিনের ভঙ্গুরতায়;
খুঁজে পাবে না তো?
আজ যার চোখের কাজলে ধ্বংসস্তূপ জড়ো হয়েছ,
কাল নিজের হাতে;
তার মৃত্যুরস্তুপের কালো চাই ভাসাবে নাতো!
সবার মাঝে যাকে 'সব শেষের উপসংহার'
বলে কাঠগড়ায় তুলেছ??
তাকেই আবার 'সব শুরুর সূচনা'- এর দায় বলে
এগিয়ে দেবে না তো?
প্রতি গানের, প্রতি ছন্দে,সুর,শব্দ কে,
যার দিকে তীক্ষ্ণ বাণের মতো ছুঁড়ে দিতে;
আজ সেই বাণকেই,
ঢাল হিসাবে ব্যবহার করবে নাতো?