সবার মতন তুমিও অনেক কথা দিয়েছিলে-
কখনও ভালোবাসার কথা, কখনও মন রাখার কথা
কখনও ভরসা, বিশ্বাস এর কথা,
কখনও বা আবার সব ত্রুটি মিটিয়ে ফেলার কথা।
আমিও তোমায় খানিক প্রশ্রয় দিয়ে,
দোটানার মাঝেও উজার করে দিয়েছিলাম নিজেকে।
ভালোবাসার ফসল বপন করেছিলাম,
গোধূলি ঢলা বেগনে আলোয় অপেক্ষা করে ছিলাম।
কিন্তু বাকি সবার মতন তুমিও কথা রাখোনি,
চাঁদ যখন অমাবস্যার রাতে,
আমাদের বিচ্ছেদের গল্প বুনন করছিলো-
তখন তুমিও তাকে সঙ্গ দিয়ে অন্য প্রান্তে হেঁটে গেছিলে।।
©️amarabati basu