অজস্র লোক ভর্তি স্টেশনের মতন,
আমার জীবনেও অগণিত স্বপ্ন এর ভীড়।
কখনো খোলা স্টেশন জুড়ে,
স্বপ্নরা হেঁটে চলে বহুদূর সীমানাহীন পথে।
ভীষণ বৃষ্টিতে কারশেডের তলায় দাঁড়িয়ে,
কিছু স্বপ্ন ভিজে চলে অনবরত।
স্টেশনের এদিক ওদিক ছড়ানো প্যাকেজ বাক্সের মতন,
আমার কিছু বিক্ষিপ্ত স্বপ্ন আজও বাঁচার আশায় দিন গোনে।
দুরগামী যাত্রীর মতন কিছু স্বপ্ন ট্রেনের অপেক্ষায় থাকে,
অপেক্ষায় থাকে আমার থেকে শত শত মাইল দুরে যাওয়ার।
আবার কিছু স্বপ্ন ঘড়ির কাঁটা মিলিয়ে,
আবার ফিরে আসে স্টেশনে।
এভাবে কিছু স্বপ্নকে নিয়ে আবার কিছু স্বপ্নকে ভাসিয়ে দিয়ে,
আমরা এগিয়ে চলি।
এগিয়ে চলি গন্তব্যের উদ্দেশ্যে ।
©️Amarabati_basu