তোমার সাথে প্রেম আমার নিত্য দিনে অভ্যেস,
দিনের শেষে পাওয়া অবকাশের মতন
আত্ম-মর্যাদা টা এখন তুলে রাখা আছে।
পূর্ণিমার আলোর মতন,
এখন দাপট খালি প্রেম এর।
কবে রাধাচূড়ার তলে,
আত্ম-মর্যাদার কবর খুড়ে ছিলাম মনে নেই।
তোমার কাছে শরীরের মাংসল পেশি গুলো-
বিক্রি করে ছিলাম।
এর বদলে তোমার কাছে কি পেয়েছি,
অলস বিকেলে তার হিসেব কষা কঠিন।
আমার মন আর শরীর এখন,
তোমার প্রাগৈতিহাসিক মনের ফসিল।
মাপকাঠির বিচারে যখন,
শূন্য হিসাবের খাতা-
তখন আবার এসে দাড়ালম রাধাচূড়া তলে,
যদি ফিরে পাওয়া যায় আত্মমর্যাদা মাটির কোশে কোশে।।