অবিরাম মেপে চলেছি ব্যবধান-
দেহ ও মনের ; মুখ ও বুকের,
একের সাথে দুই-তিন বা অন্য কারো ।
….অন্তহীন প্রতীক্ষা  …..বৃষ্টির…..সজীব বৃষ্টির ।
মননের খরা কাটিয়ে
স্নান করিয়ে দিক অন্ত্যজ দৃষ্টিকে ।

পদস্খলনের শব্দটা
মস্তিষ্কে অনুরণিত হোক- ভয়ানকভাবে ।
অসীম নিস্তব্ধতার শূণ্য পার্থক্য
ভরাট হোক-
একের সাথে একের সর্বময়তায় ।

     *****