জীবন থেকে বাতাস;
আর—
বাতাস থেকে জীবন নিয়ে
প্রতিনিয়ত পরিপাক করে চলেছি
এক একটা দিন ।

খাদ্য নেই—
মনে  কি প্রাণে;
তাই, বুদ্ধিকে ধার দিয়ে সূঁচালো করেছি
বন্য জন্তুদের সাথে
একসাথে চলতে ।

বন্ধু কি শত্রু ?
আছে কি ছিল
-মনে পড়ে না ।

তবুও,
শাণিত আমার বুদ্ধি
প্রতিটি বিবেকের কাছে
এক একটি বদমাশ বানর;

যে একটি
তৈলাক্ত বাঁশের মাথায়
ওঠবার জন্য প্রাণপন চেষ্টা করছে,
আর-
তাকে পিছু টেনে ধরছে
একদল বেয়ারা ছেলে ।


   ০০০০০০০