স্বপ্ন ভেঙ্গে যায়,
রাতের হতাশায় ;
জীবনের মধু্মাস,
নিজভূমে পরবাস ।

সময় ঘনিয়ে আসে,
কেবলই বৃথা আশ্বাসে;
ভালবাসার শাক-ভাত
জীবন যৌবনপাত ।

দ্বীপ জমে বড় হয়
জীবিকার তাগিদে;
নানা মত নানা পথ
কানে ভেসে আসে ।

এভাবেই দিন কাটে-
রক্ত ঝরে যৌবন থেকে,
বৃহত্তর বৃত্ত হয়ে
কুক্ষিগত কেন্দ্রে ।

নির্বাসনেও ঘটে যায়
‘ওরা-আমরা’ র বিভেদ ।
অবশেষে বন্ধ হয়
ধোপা-নাপিত, পুকুর-ঘাট, দোকান-বাজার
এমনকি অন্তিম যাত্রার সাথী ।

তাই চিতা সাজিয়ে
প্রবেশ করে আছি,
শেষ নিঃশ্বাসের প্রতীক্ষায়;
যখন হিংসার আগুনে
দাউ দাউ করে জ্বলে উঠবে—
এই নশ্বর দেহ ।

নীরবে চিতা জ্বলে খোলামাঠে
ব…হু…দু…রে  দাঁড়িয়ে
কিছু নিস্পৃহ জীব
নিরাসক্ত, ভাবলেশহীন ।
  
ক্রুশবিদ্ধ যীশু বুঝি
এদের জন্যই বলেছিলেন-
‘হে ঈশ্বর, এদের ক্ষমা কোরো’ ।


        *****