শস্য শ্যামল গ্রামটি আমার
শত ফুল-ফলে ভরা,
গর্বিত আমি,হয়েছি সার্থক
আমায় করেছে ছন্নছড়া।

এই গ্রামেতেই হয়েছে আমার
প্রথম কথা বলা,
এই গ্রামেরই মাঠ-ঘাটেতে
শিখেছি পথচলা।

এই গ্রামেতেই শিখেছি আমি
নানান খেলার ছল,
এই গ্রামেরই বাগানতলায়
কুড়িয়েছি বহু ফল।

এই গ্রামেতেই দেখেছি আমি
বস্ত্রহীন কত শিশু,
কনকনে শীতে কেঁপেছে তবু
বলে নি তো কেউ কিছু।

এই গ্রামেতেই দেখেছি কত
ঘাম ঝড়ানো চাষা,
রোদ,বৃষ্টি আর ঝড়েও তাদের
হয়েছে যে বেঁচে থাকা।

এই গ্রামেতেই দেখেছি অনেক
অনাহারে থাকা মানুষ,
তিন বেলাতে জোটেনি খাবার
তবু,করেনি তো কেউ খোঁজ।

এই গ্রামেতেই জন্মেছি তাই
মরতেও যেন পারি,
এইটুকু শুধু পাই যেন তাই
এটাই মিনতি করি।