সময়গুলো বুঝি যাচ্ছে না আর
থাকতে পারছি না তো তুমিহীন,
সেকেন্ডগুলো যেন ঘণ্টা হয়েছে
আর ঘণ্টাগুলো বুঝি দিন।
বসে বসে শুধু প্রহর-ই গুনি
যেন প্রহরের নেই তো শেষ,
প্রতীক্ষায় থেকে বহু ক্ষণ ধরে
ক্লান্ত হয়েছি তো আমি বেশ।
আর কতদিন প্রতীক্ষায় থেকে
শুধু প্রহর-ই গুনতে হবে?
কতদিন পরে এই আমিটাকে
বুকে আঁকড়ে ধরে রবে?
তোমার আমিটা পারছে না আর
একলা থাকতে তুমিহিন,
চাহিদা শুধুই দেখবে তোমায়
কিভাবে রয়েছো আমিহীন?
হয়তো তুমি রয়েছো দূরে
আমার নজরের সীমা ছেড়ে,
মনটা সদায় দেখছে তোমায়
কিছু রঙ্গিন স্বপ্নের অগোচরে।
রয়েছো তুমি হয়তো ভালই
হয়তো রয়েছো সঙ্গিহীন,
আমিও হেথায় রয়েছি একাই
হয়ে গেছি একলা তুমিহীন।