বহুদিন ধরে,আছি বহুদূরে
হয় না কো আর দেখা,
প্রকৃতির পরিহাসে আমি
হয়েছি যে বড় একা।
কতদিন ধরে দেখিনা তো সেই
ধানের অগোছালো হেলাদুলা,
শত গাড়ি আর সহস্র মানুষ দেখে
বুক হয়েছে বড়ই উতলা।
আর তো শুনি না পাখিদের সেই
কিচিরমিচির ডাক,
কারখানা আর গাড়ির শব্দে
হয়েছি যে নির্বাক।
আর তো ভিজে না পা
শিশিরের কণাতে,
হেমন্ত শেষে,এলো যে শীত
পারিনি তো বুঝতে।
বড় ইচ্ছে করে....
সেই কুয়াশাটাকে ফিরে পেতে,
আর তো পারি না যেতে
সেই বরই আর তালতলাতে।
আর তো বোকে না মা
শাসন যে করে না,
বহুদুরে মা আছে যে কেমন?
সেটা তো জানিনা!
জানো মাগো,আমি পারিনা একা
থাকতে এত দূরে,
বুকটা আমার কষ্টে পুড়ে
সইবো কেমন করে?