পৃথিবীর শত মানুষের ভিড
পৃথিবীর সেরা সৈনিক তুমি
তুমিই তো শ্রেষ্ঠ ঠিকানা,
উচুঁতে আমায় না তুললে বোধহয়
বড় হওয়ার স্বপ্নই দেখতাম না।
বৃক্ষের মত নিজে পুড়ে রোদে
আমায় রেখেছে ছায়ার ভিড়ে,
ক্লান্ত দেহেও করে গেছে শ্রম
কভু দেখে নি তো তবু ফিরে।
যদি বলি,"তুমি ক্লান্ত ভীষণ"
বসো তো একটুখানি,
হাসিমুখে বাবা বলে,"ওরে বোকা"
ক্লান্ত নই তো আমি।
কখনও বাবাকে থামতে দেখিনি
সদায় ছুটছেই অবিরাম,
স্বার্থকে বুকে করেছে দহন
ভুলে গেছে করতেই বিশ্রাম।
ইচ্ছেগুলো সব করেছে দাফন
তাহার পাজরের গহিনে,
নিষ্ঠুর মুখে চেয়েছি যাহাই
দিয়েছে তো সবি এনে।
সাহস আর অনুপ্রেরণা তুমি
আমার প্রতিটি ধাপে ধাপে,
সফলতার খোঁজে বেরিয়েছি তাই
নির্ভীক উত্তাপে।
পৃথিবীর সব বাবাদের মাঝে
আমার শ্রেষ্ঠ বাবা তুমি,
তুমি ছাড়া এই পৃথিবীটা যেন
এক বিষণ্ণ মরুভুমি।
বিধাতার কাছে প্রার্থনা করি
তুমি হি থাকো যেন ভালো,
হাসি-খুশি মুখ থাকে যেন সদা
আর থাকুক দুর্লভ সুখগুলো।