আমি ভুল করিনি,বিন্দু পরি মান দোষ তাও করিনি,
তবুও কেন তোমার সন্দেহের তীর আমার পানে?
আমাকে কেন বানাও ঋনি?
তোমাকে নিয়ে আমার সাজানো স্বপ্ন,
তোমাকে ঘিরে আমার সাজানো সংসার,
তোমার এই অবান্তিক অভিমানে
এক নিমেষে সব হবে অঙ্গার।
আমি ভুল করিনি,আমি ভুল করতে পারিনা,
আমার সর্বাঙ্গে তুমি, হৃদয় স্পন্দনে তুমি,
নেই কেউ তুমি হীনা।
তবুও তুমি সন্দেহের তীর আমার পানে এনেছ,
অপরাধী বলে বারংবার একি কথা গেয়েছ।
আমি সুধু তোমার অবান্তর অভিমান ভেঙে,
রব নিশ্চুপ,
আর প্রমাণিত হবে ঠিক ছিলাম আমি নির্দোষ।
সমাজ এমনি,
অন্যায় না করিয়া পেতে হয় সাজা,
কেমন সমাজ? অন্যায় যে করে,
বানায় শাহ্জাদা?
আমি ভাঙ্গ বনা আমি টল বনা,রব স্থির;
সময় বলে দিবে নির্দোষ থাকাটা কতটা স্বস্তির।
হাজার অভিমান লক্ষ অভিযোগ,
ভালবাসায় যত নামক দুর্যোগ,
এক জীবনে সয়ে যাব নীরবে
প্রহসন ভেঙে তবে হবে উপভোগ।