ভুল সে তো কেবল দুটি শব্দ নয়,
শত বেদনা আর অশ্রু মিশে রয়।
এক রাশ স্বপ্ন আর অসীম আসা নিয়ে
ভালোবাসা হয়,
কে-বা জানিত তখন কিছু প্রেমে
বুকে বিরহ বয়।
বিরহের কথা যদি জানতো মনে,
তবে কি আর প্রেম হইত কারো সনে?
কহিয়া মনের কথা ভিজিত মনের চরণ,
কে-বা জানিত তখন অকালে প্রেম হবে মরন!
কালো প্রেমে পুড়িয়ে মন বৃথা হলো সে জীবন,
যে জীবনে ছিলনা কোন অবহেলার ধরন।
জীবনের কিছু ভুলে আঁখি ভাসে জলে,
শুনতে হলো তাই অনেকে আসক্ত; কেন হলে?
কেননা জবাব টা আজ দেবার নয়,
ভুল তো কিছু হয়েছিলো বিনিময়ে না হয়!
তুমি ভীষণ আবেগী ছিলে জানতে না অভিনয়,
কারণ ভালোবাসা চিরদিন বেচে রয়।
জানি এখন শত বার বলে তোমায়
আর আগের মত বোঝাতে পারব না,
তোমার প্রতি আমার ভালোবাসা
প্রেম ছিলো হয়তোবা না!