জীবনের ক্লান্তি লগনে এসে
তুমি আমায় প্রশ্ন ছুড়ে দিলে-
আমি হতভম্ব হয়ে শুনে ছিলাম
তোমার সে কথা।
অনেকটা অচেতন লোকের মত
নিষ্ক্রিয় মস্তিষ্কের স্নায়ুকোষ কাজ করছিল না।
তাই উত্তরটা কি দেব ভেবে পাচ্ছিলাম না।
নিজেকে শুধাই আমি কি করেছি জীবনে?
আগুনের ফুলকি বক্ষে রেখে কেন বা ছুটে বেরিয়েছি দিনকে দিন আর নিশি।
কার জন্য রচনা করেছি দীর্ঘ ২৫৫৫ দিনের
সার্থক প্রেম গীত?
কেনই বা ইতি টেনেছি সার্থক প্রেম মালা?
কেনই বা আজ তোমার কাছে
আমার ভালোবাসার জীবন্ত অস্তিত্ব?
সুধু জেনে রাখো সবই সত্যি,
সবই তোমাকে ভালোবেসে করেছি।
তুমি বলো শুধু আমায়, হেলার ছলে কথাটা বলছিলে, 'কতটুকু ভালোবাসা দিয়েছো '?