ডিঙি একটি ছোট নৌকা
চলে বৈঠা তে
বৈঠা থাকে মা ঝির হাতে
হেলে-দুলে চলে সে--
মা ঝির মন-এ তে।
ছোট-বড় নদী কতো
পার হয়েছি ডিঙি নৌ কাতে,
বাজি ধরেছি বড় বড়
জাহাজের সাথে।
ঢেউ এলে উচলে উঠে
চলে গেলে নিচু,
অনেক কিছু-ই ফেলে এসেছি
ডিঙি নৌকার পিছু!
পবন এলে নড়েচড়ে-
স্রোত পেলে জোরে-
ঘূর্ণ জলের ঘূর্ণি পেলে
অবশেষে নদীর তলে!
রচনাকাল: ২৭-০২-২০১০