পনের র সুরুতেই জীবনটা হয়েছে এলোমেলো
ষোল বিদায় আজ, তবুও আমি অগোছালো।
বার, তের, তার পরেই এসে ছিলো চোদ্দ
বয়স কুড়ি ছিলে, তখনি হয়েছিলাম বৃদ্ধ।
বার থেকেই বেঁকে ছিল যার মাজা
সবে ষোল পেরুল এত সহজেই হবে সোজা?
পঞ্জিকা থেকে বিদায় নিলে ও জীবনের সব কটি সাল
রয়ে যাবে পঞ্জিকা, বয়ে যাবে এভাবে চিরকাল!
চলবে সময় দিয়ে যাবে সবার জীবনে কিছু,
কেউ আরও পেতে, কেউ সুধরাতে ছুটবে ই আগামীর পিছু।
সকলের জন্য এটাই কামনা বয়ে নিয়ে ভালো
গ্লানি, কান্না, বেদনা পেছনে রেখে বিদায়- ষোল।।