মনের ভেতর রেখেছি যারে
এখন সে-ই বলে পর,
হৃদয় মাঝে থেকে তুমি
কেন পেলে না খবর?
তোমার জায়গায় তুমি আছো
যেমন আকাশের বুকে চাঁদ,
আমার বুকে তেমনি তুমি
কাটলে আমার আধ।
তুমি হয়তো ভাবতে পারো
আমি তোমার নেই!
সেদিন তুমি বুঝতে পারবে
যে দিন পরান দেই।
কাটা গাছ বা লতা পাতা
দেখবে ঝরে যায়,
আমিও হয়তো ঝরে পরব
তোমার অবহেলায়।
বাস্তবতার টানাপোড়েনে
অধমর্ণ হয়ে ছিলাম হতাশ,
এই টুকু তেই নিয়েছ ভেবে
ভেঙ্গে দিয়েছি তোমার বিশ্বাস।
তোমায় যখন করেছি আপন
তুমি আছো মোর পুরোটা জুড়ে,
সর্বক্ষণ পেয়েছি অত্যুক্তি
তাই অঙ্গার হলো হৃদয় পুড়ে।
আমায় যত আগাত করবে
রইবো তোমার হয়ে,
একটু হলেও জানবে তুমি;
অন্ধ আমি অন্য কোথাও চেয়ে!
বৃক্ষ যেমন অধিক ভালো
পেলে উর্বর ভূমি,
উদাস মনে কেউ নেই আর
আমার ভেতর শুধু তুমি।