সুবোধ তুই কোথায় আছিস?
কেমন আছিস? কি করছিস?
সুবোধ তুই ফিরে আয়
তুই নেই তাই-
মানুষ এখন বন্য হয়ে
ঘৃণ্য কাজে লিপ্ত সবাই
চেতন হারা ছন্নছাড়া
যা ইচ্ছে তাই করছে তারা
তুই নেই তাই মানুষ এখন
অগ্নি দহন করে যতন
অলীক সুখে আত্মহারা
বুদ্ধিহীন বিবেক হারা
সব থেকেও সর্বহারা।
সুবোধ তুই ফিরে আয়
তোরে নিয়ে আবার সবাই
আগের মতো মিলে মিশে
সুখে দুখে খেলে হেসে
মানুষ হয়ে বাঁচি মোরা
তোরে ছাড়া আমরা যারা
চেতন হারা ছন্নছাড়া
তারা আবার মানুষ হয়ে
বাঁচতে শিখি তোরে লয়ে।